সুনামগঞ্জ প্রতিনিধি ::

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ -৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসন থেকে লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির মনোনয়ন পেতে চান সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য, তরুণ রাজনীতিবিদ ও সমাজসেবক মাহবুব আহমন নিউটন। তিনি ছাতক উপজেলার ঐতিহ্যবাহী খুরমা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও নূতন বাজার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ আব্দুল মালিক মাস্টারের সন্তান।


সুনামগঞ্জ -৫ আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মাহমুদ আহমেদ নিউটন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের জাতীয় পার্টিতে যোগদান করেন। এরপর থেকে সুনামগঞ্জ -৫ আসনে জাতীয় পার্টিকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করার লক্ষে কাজ করে যাচ্ছেন তিনি। রাজনীতির পাশাপাশি এলাকার প্রতিটি সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কাজে তার সম্পৃক্ততা রয়েছে। বিগত করোনাকালে এবং ভয়াবহ বন্যার সময়ও তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন। 


জাপা নেতা মাহবুব আহমেদ নিউটন বলেন, ‘আমি আমার নির্বাচনী এলাকা সুনামগঞ্জ -৫ আসনের মানুষকে তাদের কাংখিত উন্নয়ন ও সেবা দিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে প্রতিদ্বন্দিতা করতে চাই। আমি আশাবাদী জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জি এম কাদের এমপি আমাকে লাঙ্গল প্রতীকে মনোনয়ন দেবেন। আমি এমপি নির্বাচিত হতে পারলে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে ছাতক-দোয়ারার উন্নয়নে কাজ করব।’