![]() |
ফিফা বিশ্বকাপ ২০২৬ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডের গ্রুপ পর্বে বাংলাদেশ মালদ্বীপকে ২-১ গোলে হারিয়েছে। ১৭ অক্টোবর, ২০২৩। |
মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে, ফিফা বিশ্বকাপ ২০২৬ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডের গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছ ১০ সদস্যের বাংলাদেশ। মঙ্গলবার (১৭ অক্টোবর) বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় এই সাফল্য অর্জন করে বাংলাদেশ দল।
ঘরের মাঠে এই জয়ের সুবাদে, বাংলাদেশ শুধু ২০২৬ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের গ্রুপ পর্বে খেলার যোগ্যতাই অর্জন করেনি, বরং ফিফা/এএফসি আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার ক্ষেত্রে সম্ভাব্য এক বছরের নিষেধাজ্ঞা থেকে রক্ষা পেয়েছে।
এই জয়ে শক্তিশালী অস্ট্রেলিয়া, লেবানন ও ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপের এশীয় বাছাইপর্বের 'আই' গ্রুপের ছয় ম্যাচের হোম অ্যান্ড অ্যাওয়ে বেসিস ম্যাচে খেলার অধিকারও অর্জন করেছে বাংলাদেশ দল। আগামী ১৬ নভেম্বর মেলবোর্নে গ্রুপ 'আই'র দ্বিতীয় রাউন্ডের ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।
গত জুনে, ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে ৩-১ গোলে হারানোর পর, চার মাসের মধ্যে মালদ্বীপের বিপক্ষে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়।
তবে, গত বৃহস্পতিবার (১২ অক্টোবর) মালে জাতীয় স্টেডিয়ামে, ফিফা বিশ্বকাপের প্রিলিমিনারি অ্যাওয়ে ম্যাচ-এর শেষ মুহূর্তে, স্বাগতিক মালদ্বীপের সঙ্গে নাটকীয়ভাবে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। ম্যাচের অতিরিক্ত সময়ে (৯০+২ মিনিট) বাংলাদেশকে সমতায় ফেরান বদলি খেলোয়াড় এম সাদ উদ্দিন। এর আগে, ১৯৮৪ সাল থেকে ১৭ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও মালদ্বীপ। এসব খেলায় মালদ্বীপের বিপক্ষে সাতটি ম্যাচ জিতেছে বাংলাদেশ। বাকি চারটি ম্যাচ ড্র হয়েছে।
মঙ্গলবারের গুরুত্বপূর্ণ ম্যাচে, বাংলাদেশের পক্ষে একটি করে গোল করেন রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম এবং প্রথমার্ধে মালদ্বীপের পক্ষে একমাত্র গোলটি করেন আইসাম ইব্রাহিম। ম্যাচের ১১ তম মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমের ক্রস থেকে রাকিব হোসেনের বাঁ পায়ের শটে (১-০) এগিয়ে যায় বাংলাদেশ।
খেলার ৩৬তম মিনিটে, হামজা মোহাম্মদ কর্নার থেকে গোল করে (১-১) মালদ্বীপকে সমতায় ফেরান আইসাম ইব্রাহিম। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে, গোলমাউথের দুর্দান্ত শটে (২-১) বাংলাদেশের হয়ে ম্যাচ জয়ী গোলটি করেন ফয়সাল আহমেদ ফাহিম।
ম্যাচের ৫৯ তম মিনিটে সোহেল রানা দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়লে, ১০ জনের দলে নেমে যায় বাংলাদেশ।তবে, অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে (৯০+৩ মিনিট) মালদ্বীপের বুটার আহনাফ রশীদও লাল কার্ড পান। এর পর মালদ্বীপও ১০ জনের দলে পরিণত হয়।
মালদ্বীপের বিপক্ষে ভালো ফুটবল খেলে, যোগ্য জয় পেয়েছে বাংলাদেশ।
0 মন্তব্যসমূহ