গাজীপুর জেলার শিল্প নগরী টঙ্গী এলাকায় সিলিং ফ্যানের ব্লেডের আঘাতে নিহত হয় কাউসার আলম (২৯) নামের এক যুবকের। ঘটনাটি ঘটে গতকাল ১১ অক্টোবর সন্ধ্যা।
জানা গেছে সুইচবোর্ড থেকে সিলিং ফ্যানের সংযোগকৃত তার ঝুলে পারায় ঝুলন্ত তার লাগাতে গিয়ে সিলিং ফ্যানের ব্লেড আঘাত করে কাউসার আলমের মাথায়। এমতাবস্থায় প্রচুর রক্তক্ষরণ শুরু হলে একেই রুমে বসবাসরত সুমন মিয়া আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইমার্জেন্সি বিভাগে ভর্তি করান।
পরবর্তীতে চিকিৎসাধীন আহত কাউসার আলমের অবস্থা অবনতি হওয়া শুরু হয়। আজ সকাল ১২ অক্টোবর আনুমানিক ৬টা সময় হাস্পাতালের বেডে শেষ নিশ্বাস ত্যাগ করেন কাউসার আলম পাঠান।
নিহত কাউসার আলম পাঠান দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের মাঠগাঁও গ্রামের মোঃ তোফাজ্জল পাঠানের ছেলে।
নিহত কাউসার আলম পাঠান গাজীপুরের টঙ্গী এলাকায় কাপড় ব্যবসায়ী ছিলেন সেই সূত্রে কাউসার আলম পাঠান টঙ্গী এলাকায় একটি বাড়া বাসায় বসবাস করতো।
নিহত কাউসার আলম পাঠান মার্চ মাসের ৫তারিখে পারিবারিক ভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন। পারিবারিক সূত্রে জানা যায় নিহত কাউসার আলম পাঠানের স্ত্রী ৫ মাসের অন্তঃসত্ত্বা। কাউসার আলমের অকাল মৃত্যুতে গর্ভের সন্তানের ভবিষ্যত নিয়ে আশঙ্কাগ্রস্ত হয়ে পড়েছেন কাউসারের স্ত্রী ও পরিবার। নিহত কাউসার আলমের মৃত্যুকালে বয়স ছিলো ২৯ বছর।
কাউসার আলমের অকাল মৃত্যুতে পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
কাউসার আলমের অকাল মৃত্যুতে এলাকাবাসী সহ সকল বন্ধুবান্ধব শোক প্রকাশ করেছে।
0 মন্তব্যসমূহ